আমার ভাই রুবেল ৷ পিঠাপিঠি ৷ থাকে মায়ামিতে ৷ প্রথমআলোতে একটি প্রতিবেদন দেখে নিয়ত করেছে মো: দেলয়ার হোসেনকে একটি নতুন রিক্সা কিনে দিবে যে কিনা এক পা দিয়ে জমা রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে ৷
বন্ধু দুলালকে সঙ্গে নিয়ে চলে গেলাম বাকী সড়ক, নারায়নগন্জ্ঞ ৷ সাথে পেলাম স্থানীয় বন্ধু শিপলু, সোহাগক কে ৷ পৌছে দিলাম সাহায্য ৷
আল্লাহ্ যেন দেলয়ারের জীবনিশক্তিকে কয়েকগুন বাড়িয়ে দেন এবং সাবলম্বী রাখেন আমৃত্যু ৷ আল্লাহ্ যেন রুবেল এর সহায় থাকেন সবসময় ৷