জাপানে ভোট চলছে। আমিও অন্য জাপানিজ দের মত ভোট দিতে গেলাম।এবং ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এলাম। আমাকে দেখে সবাই একটু অবাক হলো এবং কিভাবে কি করতে হবে সবকিছু ভালোভাবে দেখিয়ে দিল। বাংলাদেশে থাকতে একবার ভোট দিয়েছিলাম। জাপানেও প্রথম বারের মত ভোট দিলাম।
কত সুন্দর সিস্টেমে এদেশে ভোট হয় তা কাউকে বলে বা লিখে জানানো সম্ভব নয়। রমজান মাসে রোজা রেখে ভোট কেন্দ্র থেকে বের হয়ে শুধু একটা কথাই বার বার মহান আল্লাহ পাকের কাছে দোআ করি "হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত কর"আমিন।