মাজে এমনও অনেকে আছে, মানুষের দ্বারা প্রতারিত হওয়ার দুঃখে জর্জড়িত হয়ে, যাদের কাছে বেচেঁ থাকাটাই বেদনাদায়ক বলে মনে হয় । তাদের কাছে, বাচাঁর আনন্দ অনুভূতির কথা বললেও, তেমন একটা সক্রিয় আশানুরূপ সদুত্তর নাও পেতে পারি। যদি আমাদের পাশে এমন কেউ থাকে, এবং আন্তরিকভাবেুযদি তার সুস্থতা কামনা করে থাকি, তবে তার কাছে কিছু একটা সাহায্য চাইতে পারি, যা তার সাধ্যের মধ্যে আছে।