ঘুম ঘুম চোখে ছেলেকে স্কুলে রেখে আসলাম। ওর স্টাডি ট্যুরের জার্নি স্টার্ট হবে সকাল ছয়টায়। টেনশনে ওর মার সারারাত ঘুম না হলেও আমাকে অ্যালার্ম ঘড়ির সাহায্য নিতে হয়েছে ঘুম থেকে ওঠার জন্য । জাপানে শীতকালে স্টাডি ট্যুরের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হল ওকিনাওয়া। ছেলের স্কুলও তাই স্টাডি ট্যুরের জন্য বেছে নিয়েছে ওকিনাওয়াই।
গতকাল সন্ধ্যা থেকেই চলছে মা ছেলের প্রিপারেশন। যেখানে মা ব্যর্থ হচ্ছিল সেখানেই বাবার ডাক পরছিল। যাবার আগ মুহুর্তে ছেলের মা ছেলেকে নেক ওয়ার্মার ও হাত মোজা নিতে বলল। ছেলে টি ভি স্ক্রীনে আবহাওয়ার প্রতিবেদনটা দেখিয়ে বলল " লাগবে না "। প্রতিবেদন মতে আগামী তিনদিন ওকিনাওয়ার তাপমাত্রা ২৩ ডিগ্রীর উপরে থাকবে। প্রশ্নই ওঠে না গরম কাপড় নেবার। মায়ের মন তো, প্লেনে ওঠা পর্যন্ত ছেলের কষ্টটাকে সহ্য করতে পারে না।
আমাদের কে ছেড়ে বিশেষ করে ওর মাকে ছাড়া একা থাকার অভিজ্ঞতা খুব কমই। ক্লাস ফোরে একবার ছিল একই প্রিফেকচারের অন্য একটা শহরে। মাকে ছেড়ে কাজিনদের সাথে কাটিয়েছে এক দুই রাত। এখন মাসাআল্লাহ বড় হয়েছে, এখন আর অজুহাত খোজা যাবে না কাছে বেধে রাখার। উচিত ও নয়।
ওর স্টাডি ট্যুর নিরাপদ হউক, সফল হউক এবং আনন্দময় হউক এই আশা ও দোয়া করছি। সবার কাছে একই দোয়া কামনা করছি।