এবারের ঈদের দিনের ছবি। আগেই বলে দিচ্ছি, কেউ গাড়ীর কথা জিজ্ঞেস করিয়েন না। গাড়ীটা এক ফ্রেন্ডের। ওই সময় বাইরে বৃষ্টি হওয়াতে বি-বি-কিউ প্রোগ্রামের এক ফাঁকে এখানে দাঁড়িয়ে ছবিটা উঠানো......।
ছবিটা তোলা হয়েছিল Iqbal Muhammad নামের ইন্দোনেশিয়ান এক ছোট ভাইয়ের ক্যামেরা দিয়ে যার দাম ২ লক্ষ ইয়েন অর্থাৎ ১ লক্ষ ৫৩ হাজার টাকা।
অন্যভাবে নিয়েন না প্লিজ, ক্যামেরার দামটা এজন্যই উল্লেখ করলাম যে, আমার মতো কালো আর দেখতে অসুন্দর একজন মানুষের ছবিটাকেও কেমন যেন একটু চেইঞ্জ করে ফেলেছে...।
আর ছবিটা তোলার জন্য ধন্যবাদ জানাচ্ছি Abu Sayed ভাইকে।