জুমল্যান্ড! বাংলাদেশের অভ্যন্তরে এ যেন নতুন এক ইজরাঈল। |প্রাথমিকভাবে র翻訳 - জুমল্যান্ড! বাংলাদেশের অভ্যন্তরে এ যেন নতুন এক ইজরাঈল। |প্রাথমিকভাবে র日本語言う方法

জুমল্যান্ড! বাংলাদেশের অভ্যন্তরে এ

জুমল্যান্ড! বাংলাদেশের অভ্যন্তরে এ যেন নতুন এক ইজরাঈল।
|
প্রাথমিকভাবে রাঙামাটি-বান্দর বান- খাগড়াছড়ি এই ৩টি প্রদেশ নিয়েই গঠিত হবে স্বাধীন রাষ্ট্র জুমল্যান্ড। স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ার জন্য ইতোমধ্যেই গোপনে সংগঠিত হয়েছে চাকমা সেনাবাহিনী। কেবল নেতার নির্দেশের অপেক্ষা। যে কোন মুহুর্তে জুমল্যান্ডের স্বাধীনতা ঘোষনা করতে পারেন চাকমাবন্ধু সন্তু লারমা। তারপরই শুরু হবে প্রতিরোধ যুদ্ধ। হানাদার বাঙালী বাহিনীকে না হটিয়ে ঘরে ফিরবে না চাকমার দামাল ছেলেরা।
|
মাতৃভূমি জুমল্যান্ডকে দখলদার বাঙালীমুক্ত করার জন্য যত রক্ত লাগে দিতে প্রস্তুত মুক্তিকামী চাকমা জনতা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম চাকমাদের মুক্তির সংগ্রাম।
|
এই স্বাধীনতা যুদ্ধে প্রয়োজনীয় অস্ত্র ও জনবল দিয়ে চাকমাদেরকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে বন্ধুরাষ্ট্র বার্মা।
|
স্বাধীনতার ঘোষক সন্তু লারমা হবেন স্বাধীন জুমল্যান্ডের প্রথম রাষ্ট্রপতি। স্বাধীনতা অর্জনের পর জুমল্যান্ড আলাদা রাষ্ট্র হবে নাকি বার্মার সাথে যোগ দেবে সে সিদ্ধান্ত নেয়ার জন্য একটি গণভোটের আয়োজন করা হবে।
* * *
না, উপরের কথাগুলো মোটেও অবাস্তব কল্পনা নয়। এটি হল বর্তমান সময়ের তিক্ত বাস্তবতা। কোন সন্দেহ নেই যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে যুদ্ধাবস্থায় না থাকলে জুমল্যান্ড বহু আগেই স্বাধীন হয়ে যেত। তবে শুধুমাত্র সেনাবাহিনী দিয়ে তাদেরকে আর কতদিন দমিয়ে রাখা যাবে তা নিয়ে সন্দেহ আছে। ইতোমধ্যেই চাকমারা নিজেদের একটি সেনাবাহিনী গঠন করেছে- যাদের রয়েছে নিজস্ব ইউনিফর্ম এবং আগ্নেয়াস্ত্র। তাদের রয়েছে নিজস্ব পতাকা। জুমল্যান্ডকে স্বাধীন করার জন্য তারা আরো নানামুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। জুমল্যান্ড থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রত্যাহার এবং চাকমাদেরকে স্বাধীনতা দেয়ার জন্য পরবর্তীতে বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে। এছাড়া বার্মা সহ বিভিন্ন বিদেশী রাষ্ট্র উপজাতিদেরকে সকল প্রকার সমর্থন ও সহায়তা দিতে আগ্রহী।
|
এখনই পদক্ষেপ না নিলে বাংলাদেশের পাশে হয়তো গড়ে উঠবে আরেকটি ইজরাঈল। প্রথমে পার্বত্য এলাকা দখল করে তারা পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য এলাকার দিকে নজর দেবে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কেবল সেনাবাহিনীর উপর নির্ভর না করে পার্বত্য এলাকায় আরো ব্যাপক পরিমাণে বাঙালি বসতি স্থাপন করা উচিৎ। প্রয়োজনে পার্বত্য এলাকায় শিল্প কারখানা, গার্মেন্টস ইত্যাদি নির্মান করে দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য এলাকায় লোক স্থানান্তর করতে হবে। মোটকথা, পার্বত্য এলাকায় বাঙালীরা যাতে সংখ্যাগরিষ্ট হয় সেটি নিশ্চিৎ করা এমুহুর্তে সবচেয়ে বেশি জরুরী হয়ে দাঁড়িয়েছে।
|
কপি করে পোস্ট করতে থাকুন। কেউ বাদ যাবেন না। সংগৃহীত।
2309/5000
ソース言語: ベンガル語
ターゲット言語: 日本語
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
Jumalyanda!バングラデシュはで新しいijarailaの一つです。|ランガマティ-サルBANA Khagrachariは、主に3つの独立した状態jumalyanda州で構成される。チャクマはすでに密かに組織され、解放軍のために戦ったされて。単に指導者の指導を待ちます。任意の時点で、独立jumalyandera Santu Larmaのcakamabandhuを宣言することができます。そして、防止するための戦いを開始します。さて占領軍が家チャクマ、いたずらな男の子を返しませんでした剥がれない。| 祖国jumalyandakeのbanalimuktaの職業はチャクマの自由を愛する人々のために血を与えるために準備ができて見えました。この闘争、独立闘争、それらのリリースを戦うために闘争が。|これは、フレンドリー必要な武器やマンパワーChakmasで独立戦争でビルマは助けるために提供してきました。| Santu Larma放送の独立性は、独立したjumalyanderaの初代大統領になります。独立後、彼はビルマjumalyanda別々の状態や国民投票で参加することになるかを決定するために開催されます。* * *いいえ、それは言葉の上で想像するのは非現実的ではありません。これは、現在の期間の苦い現実です。バングラデシュ軍の山の中の戦争がある場合、それは独立したjumalyandaずっと前に、ことは間違いありません。しかし、唯一の軍隊を持つもの、および抑制することができるどのくらいの疑問があります。人々は彼らを想定した値は、すでに独自の制服や銃器の軍隊を形成しました。自分の旗を持っています。彼らは独立したjumalyandakeに、より積極的な計画しました。国の国から自由Chakmas国際的な圧力のためJumalyanda軍の撤退になります。また、サポートと支援のすべての形態に興味がビルマ族を含むいくつかの外国の状態は、。|私たちは今、別のijaraila行動しない場合は次の人生はなるでしょう。最初に彼らは他の分野での国の焦点に丘地域を占領しました。だけでなく、より広範囲であるべき決済の山岳地帯では、この状況に対処するために軍に依存しています。などの業界で必要に応じて、山岳地帯、衣類、国の山岳地帯に建設され、人々は他のエリアに移動する必要があります。要するに、それは最も重要であることを確認するためにCHTでベンガル人の大半はemuhurteてきました。|記事のコピーを保管してください。誰を放置しないでください。収集されました。













翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: ilovetranslation@live.com