তাকে আজকে দেখার জন্য ,
একটু ছোঁয়া পাওয়ার জন্য ,
এমন কেন লাগে ?
কেন আমার হৃদয় এমন জাগে ?
কেমন করে সাজলো সে আজ ?
বাধলো বেনি চুলে ?
কেউ কি অবাক তাকিয়ে আছে
ঝকঝকে নাকফুলে ?
চোখে কি আজ কাজল দিল ?
ঠোট ভেজাল রঙে ?
বাঁকিয়ে যুগল ধনুক ভুরু
এই কবিতা পড়ছে কি সে ঢং এ ?
হাঁটছে যখন ছন্দে আপন ,
কেন আমার বুকে কাঁপন ?
কেন আমার ইচ্ছে করে তাকিয়ে থাকি ?
এই মেয়েটির চলার পথে ছবি আঁকি !
কেন আমার ইচ্ছে করে
আমার মতই পুড়ুক শহর ঢাকা ?
তার স্বপ্নে বিভোর কেন,,,,,বেঁচে থাকা ?