বারসিসার এই কাহিনী হয়ত অনেকেই শুনেছেন। বারসিসা ছিল বনী ঈসরাইলের একজন 翻訳 - বারসিসার এই কাহিনী হয়ত অনেকেই শুনেছেন। বারসিসা ছিল বনী ঈসরাইলের একজন 日本語言う方法

বারসিসার এই কাহিনী হয়ত অনেকেই শুনে

বারসিসার এই কাহিনী হয়ত অনেকেই শুনেছেন। বারসিসা ছিল বনী ঈসরাইলের একজন সুখ্যাত উপাসক, ধর্মযাজক,‘আবিদ’। তার নিজের মন্দির ছিল আর সেখানে সে একাগ্রভাবে নিজেকে উপাসনায় নিয়োগ করত। বনী ঈসরাইলের তিনজন পুরুষ জিহাদে যেতে চাচ্ছিল, তাদের একমাত্র বোনকে কোথায় রেখে যাবে বুঝতে পারছিল না।তারা সবাইকে জিজ্ঞেস করতে লাগল, ‘কোথায় আমরা আমাদের বোনকে রেখে যেতে পারি? তাকে তোআমরা একা ফেলে যেতে পারিনা। কোথায় তাকে রেখে যাওয়া যায়?’ তখন তারা তাদেরকে বলল, ‘তাকে রেখে যাওয়ার সবচেয়ে উপযুক্ত স্থান হবে তাকে ঐ উপাসকের কাছে রেখে যাওয়া, সেই-ই সবচেয়ে ধার্মিক ব্যক্তি, আর সবচেয়ে বিশ্বাসযোগ্য। তোমাদের বোনকে তার কাছে রেখে যাও, সে তার খেয়াল রাখবে’। তারা আবিদের নিকট গেল। তাকে সব বর্ণনা করে বলল, ‘এই হল অবস্থা - আমরা জিহাদে যেতে চাই,আপনি কি কষ্ট করে আমাদের বোনকে দেখে রাখতে পারবেন?’ সে বলল, ‘আমি তোমাদের থেকে আল্লাহরকাছে আশ্রয় চাই। আমার কাছ থেকে চলে যাও’। তখন শয়তান তাকে প্রলুব্ধ করল, ‘তুমি তাকে কার কাছে রেখে আসবে? তুমি যদি তার খেয়াল না রাখো তাহলে হয়ত কোন দুষ্ট লোক তার খেয়াল রাখবে, আর তারপর তো তুমি জানোই কী ঘটবে! তুমি কি করে এই ভাল কাজটা তোমার হাতছাড়া করে দিতে পার?’

দেখুন ! শয়তান তাকে ভাল কাজে উৎসাহিত করছে! তোসে তাদেরকে আবার ডেকে এনে বলল, ‘ঠিক আছে, আমি তার খেয়াল রাখব, কিন্তু সে আমার সাথেআমার মন্দিরে থাকতে পারবে না, আমার আরেকটা বাড়ি আছে সে সেই ঘরে থাকবে’। সে মেয়েটিকে বলল, ‘তুমি ওখানে থাক, আমি আমার মন্দিরে থাকব’। তো মেয়েটা সেই বাড়িতে একটা ঘরে থাকত, আর সেই ধর্মযাজক তার জন্য প্রতিদিন খাবার নিয়ে এসে তার নিজের দরজার বাইরে রেখে দিত। সে মেয়েটির বাড়িতে পর্যন্ত যেত না, নিজের দরজার বাইরেই খাবার রেখে দিত আর মেয়েটিকে ঘর থেকে বের হয়ে এসে খাবার নিয়ে যেতে হত; সে মেয়েটির দিতে তাকিয়ে দেখতে পর্যন্ত ও চাইত না। তখন শয়তান আবার তার কাছে এসে বলল, ‘তুমি করছটা কি? তুমি কিজানো না মেয়েটা যখন তার ঘর থেকে বের হবে আর তোমার মন্দির পর্যন্ত আসবে লোকে তাকে দেখতে পাবে? তোমার উচিত তার দরজায় যেয়ে খাবারটা রেখে আসা।’ সে বলল,‘হ্যাঁ, আসলেই’।

শয়তান কিন্তু তার সাথে সামনা-সামনি কথা বলছেনা,তাকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিচ্ছে। ধর্মযাজক ‘আবিদ তাই এবার খাবার নিয়ে মেয়েটির দরজা পর্যন্ত রেখে আসতে শুরু করল। এভাবে কিছুদিন চলল, এরপর শয়তান তাকে বলল, ‘মেয়েটা এখনও তার দরজা খুলছে আর বাইরে বের হয়ে আসছে প্লেট নেয়ার জন্য, কেউ তাকে দেখে ফেলতে পারে, তোমার উচিত প্লেটটা তার ঘরে গিয়ে দিয়ে আসা’। শয়তান কিনা তাকে বলছে আরো ভাল কাজ করতে! তাই সে খাবারের প্লেটটা ঘরে রাখা আরম্ভ করল, সেখানে রেখেই সে সঙ্গে সঙ্গে চলে আসত। এভাবে আরো কিছুদিন পার হলো। আর ওদিকে জিহাদ চলতে থাকায় ভাইদের ফিরে আসতে বিলম্ব হচ্ছিল। শয়তান আবারো তার কাছে আসল, বলল, ‘আচ্ছা, তুমি তাকে এভাবেএকা ছেড়ে দিবে, কেউ তো নেই যে তার দিকে একটু খেয়াল রাখবে, একটু কথা বলবে। সে যেন জেলখানায় আবদ্ধ হয়ে আছে, কথা বলার কেউ নেই। তুমি কেন ওর দায়িত্ব নিচ্ছ না? ওর সাথে একটু সামাজিকতা বজায় রেখে তো চলতে পার, যেয়ে একটু কথা বলো যাতে করে তুমি তার খোঁজখবর রাখতে পারো। তানাহলে দেখা যাবে সে বাইরে যেয়ে কোন পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে’। তাই সে মেয়েটির সাথে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলতে শুরু করল, মেয়েটা ঘরের মধ্য থেকেই কথা বলত; দুজনকেপ্ রায় চিৎকার করে কথা বলতে হতো যেন তারা একজন অন্য জনকে শুনতে পায়।

শয়তান এবার তাকে বলল, ‘তুমি এরকম দূর থেকে একজন আরেক জনের উপর চিৎকার না করে কেন ব্যাপারটাকে নিজের জন্য আরেকটু সুবিধাজনক করে নিচ্ছনা? কেন তার সাথে একই ঘরে বসে কথা বলছ না?’ তো এবার সে মেয়েটার সাথে একই ঘরে বসে কিছুসময় ব্যয় করতে শুরু করল। তারপর ধীরে ধীরে তারা ঘণ্টার পর ঘণ্টা একসাথে কাটাতে লাগল,আর আস্তে আস্তে তারা পরস্পরের আরো কাছাকাছি আসতে লাগল। এক সময় এমন হল যখন সেই আবিদ,ধর্মযাজক,উপাসক সেই মেয়ের সাথে যিনায় (ব্যাভিচার) লিপ্ত হল। ফলে মেয়েটা অন্তসত্ত্বাহয়ে পড়ল।

কাহিনী এখানেই শেষ নয়। মেয়েটি একটি সন্তানের জন্ম দিল। শয়তান ধর্মযাজকের কাছে এসে বলল, ‘একি করেছ তুমি! তুমি কি জানো যখন ওর ভাইরাফিরে আসবে তখন কি হবে? তারা তোমাকে মেরে ফেলবে, এমনকি তুমি যদি এটাও বলো যে – “এটা আমার বাচ্চা না”,তারা তোমাকে বলবে যে “তোমার বাচ্চা না হলেও তুমি তার দেখাশোনার দায়িত্বে ছিলে, তাই এটা এখন তোমারই দায়ভার। বাচ্চার বাবা কে আমরা তার পরোয়া করি না, তুমিই এর জন্য দায়ী”। সুতরাং এখন একটাই উপায়, তুমি বাচ্চাটাকে মেরে তাকে পুঁতে ফেল’। বারসিসা বলল, ‘এটা কি গোপন থাকবে আমি তার ছেলেকে মেরে ফেলার পরে?’ শয়তান বলল, ‘তোমার কি মনেহয় ও এটাকে গোপনে রাখবে? তুমি যদি এরকম ভাব, তাহলে তুমি মস্ত বড় বোকা’। সে জিজ্ঞেস করল, ‘তাহলে আমি কি করব?’। শয়তান জবাব দিল, ‘তোমার ঐ মেয়েটাকেও মেরে ফেলা উচিত’। তাই সে মেয়েটাকে আর বাচ্চাকে মেরে ফেলল, এরপর দুজনকে একই ঘরের নিচে কবর দিয়ে দিল।

ভাইয়েরা একসময় ফিরে আসল, তারপর জানতে চাইল,‘আমাদের বোন কোথায়?’, সে উত্তরে বলল, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে অসুস্থ হয়ে পড়ে এরপর মারা যায়, তাকে ওখানে কবর দেয়া হয়েছে’ এই বলে সে মনগড়া একটা কবর দেখিয়ে দিল তাদেরকে। তারা বলে উঠল, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজি’উন’, তারা বোনের জন্য দু’আ করল, আর নিজেদের বাসায় ফিরে গেল।

রাতের বেলা, তিনজনের মাঝে এক ভাই একটা স্বপ্নদেখল, কে তার সেই স্বপ্নে এসেছিল? শয়তান, সে তাকে বলল, ‘তুমি বারসিসা কে বিশ্বাস করো? তুমি কি তাকে বিশ্বাস করো? সে মিথ্যা বলেছে। সে তোমার বোনের সাথে ব্যাভিচার করেছে,তারপর তাকে আর তার ছেলেকে মেরে ফেলেছে। আর এই কথার প্রমাণ হল সে তোমাদেরকে যেখানে সেকবর দেখিয়েছে তোমাদের বোন সেখানে নেই, আছে তার ঘরের পাথরের নিচে’। তার ঘুম ভেঙ্গে গেল আর সে তার বাকি ভাইদেরকে স্বপ্নের কথা জানাল। তারা বলল, ‘আমরাও তো একই স্বপ্নই দেখেছি, তাহলে এটা নিশ্চয়ই সত্যি’। পরদিন তারা সেই মিথ্যা কবরটা খুড়ল কিন্ তুকিছুই পেল না, এরপর তারা তাদের বোনের ঘরে যেয়ে মাটি সরাল তখন দেখতে পেল তার বোনের মৃতদেহ সাথে একটা শিশু। তারা যেয়ে বারসিসাকে ধরল, ‘মিথ্যুক! এইসব করেছ তুমি?’ তারা তাকে ধরেটেনে হিঁচড়ে রাজার কাছে নিয়ে গেল। এমন সময় শয়তান আসল বারসিসার কাছে, এবারে কিন্তু সেমনের ওয়াসওয়াসা হিসেবে আসেনি, সে আসল মানুষের রূপ ধরে। তাকে বলল, ‘বারসিসা, তুমি কিজানো আমি কে? আমি শয়তান, আমিই সে, যে তোমাকে এতো ঝামেলার মধ্যে ফেলেছি। আর আমিই সেএকজন, যে তোমাকে এখন এই বিপদ থেকে উদ্ধার করতে পারব। আমিই এসব ঘটনা ঘটিয়েছি
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
あなたの多くは、この物語のbarasisaraを聞いたことがあるかもしれません。イスラエルbarasisa isaraileraの崇拝者、司祭、「ABID」だったと指摘しました。自分の家は、そこに彼は激しく自らの崇拝に従事していました。Isarailera 3人の男性は、彼らの唯一の姉妹はnatara誰もがどこに姉妹を残すことができます'、問い続け理解することができ、イスラエル、にジハードを繰り広げるしたいですか?彼は一人で行くことができないToamara。どこ左ですか?」そして、彼らはほとんどの義人、最も信頼性の高いことを、彼は崇拝を残すために最も適した場所であるために彼を残して、言いました。彼女は彼女が表示されます、彼女にあなたの妹を残します。」彼らはABIDに行ってきました。彼は、これが状況であるため、説明のすべてを言った-私たちはジハードに行きたい、あなたは私たちの妹に支障を見ることができます'?彼は言った: "私はallaharakacheから避難を求めます。私から離れて行きます。」悪魔が彼を誘惑すると、 'あなたは誰に任せるうか。あなたは邪悪な人ができなくなります設定した場合、彼は気にしない、とあなたは何が起こるか知っています!あなたは離れて与えることができる? "最善何をしますか

見て!彼は悪魔の良い仕事に励まされます!トーセは、それらをバックと呼ばれ、[OK]を、私は彼女を取るだろうが、彼 ​​女は私satheamara、私は別の家を持って、彼女は部屋を持つことになり、家に滞在することはできません」と言いました。 " 彼は私が私の家になるでしょう、あなたがそこに居る」、彼女に言いました。 " だから毎日が自身の外の入り口を守るだろう、彼女は家に部屋を持っていた、と司祭は彼に食べ物を持ってきました。彼女の彼女は自宅で行うことができるまで、食べ物が彼のドアの外であった、と少女は家から出てきた食べに行かなければなりませんでした。彼女はまで見て、したくありませんでした。その後、再び、悪魔は彼に来て、あなたは何をしている」と言いましたか?あなたは家の外に彼女の娘をkijanoていない、と彼らは彼を見ることができるようにあなたの家に来るのだろうか?あなたの食べ物は彼女のドアに行くようにしておく必要があります。」「はい、本当に":彼は言った

。しかし、顔に彼女の顔に話悪魔は、それが囁かまたはプロットされています。法王ABIDは、だから私は残すようにドアに女の子を食べ始めました。これには数日間継続し、その後悪魔は、彼に言った、「彼女はまだ彼はそれを見てのためにドアを開くために、プレートの外に来ている、あなたは彼の部屋でプレートで出てくる必要があります。」悪魔はもっと良いものに彼を語っているかどうか!だから、彼女がそこにいる間、彼は一緒に行くと、ホームプレートの料理を維持するために始めました。このように、より多くの時間を通過しています。一方、兄弟はジハードに行く予定だった遅延に戻ります。サタンは再び彼に来て、まあ、私はebhabeeka彼を残しておきます」と言われ、少し話をし、彼に少し目を離さどれもありません。彼は話をする人がいない、刑務所に閉じ込められてきました。なぜ彼は責任を取っていないのですか?私はあなたがトラックを保つことができるように少し話をし、彼と少し社交維持する必要があります。Tanahaleが外出見ることができ、彼はあらゆるスピーチで関わることになります。そこで彼は立ち上がって、家の外で彼女と、彼女は家から話を語り始めました。ロイは、彼らがお互いを聞くdujanakep話す叫んでました。

今、悪魔は、それがnicchanaを重要なぜあなたはあなた自身のためのより便利互いから、このような距離で泣かないで」、彼に言いましたか?なぜ彼と同じ部屋に座っての話ではありません?」したがって、この時間は、彼が同じ部屋に彼女と一緒にいくつかの時間を費やすようになりました。その後、ゆっくりと、彼らは一緒に長い時間を過ごすようになった、とゆっくりと彼らはお互いに近づくようになりました。女の子yinaya(姦通)を眺めてもABID、司祭は、関与しているとき、これは時間です。その結果、彼女はantasattbahayeた。

話はここで終わりません。彼女は子供を出産しました。サタンは僧侶に来て、あなたが何をした」と言いました!私はbhairaphire来るとき、あなたは何が起こるか知っていますか?彼らはその「赤ちゃんを教えてくれます、「それは私の子供ではない」が、あなたは彼の担当していたので、責任はあなた次第です、今ある-彼らはあなたがそれを言う場合でも、あなたを殺すでしょう。私たちは、赤ちゃんの父親は、あなたが担当している人を気にしません。」だから今唯一の方法、あなたは死に赤ちゃんを取ると、彼を葬りました。」Barasisaは、これは私が彼女の息子を殺した後に非表示になりますものです」と言いました?」サタンはあなたが思うか」と言って、それは密かだろうか?あなたはこのアイデアのような場合は「愚かな、あなたは大きな。彼はその後、私は何をしますか」と尋ね?」。サタンは「あなたがあの娘を殺しているはずです。」と答えました そこで彼は、彼女と子供を殺し、その後、彼らは家の下敷きになった。

兄弟は一度戻ってきた、それから尋ねた、「どこに姉妹がいるのですか?」、彼は彼女が病気になった後にWAインナインナlillahi ilaihiは、死亡した」と答え死亡した、彼はそこに埋葬された、と彼は彼らが墓に製作さを示したと述べました。彼らはWAインナインナlillahi ilaihirajiuna」、言った、彼らは彼女のために祈りました、と戻って自分の家に行きました。

ある夜、彼の夢だった3回sbapnadekhalaの弟を、?サタンは、彼はあなたが誰を信じbarasisaしている」、彼に言いましたか?あなたは彼を信じますか?彼女は嘘をつきました。彼は彼女の妹、彼女の息子との不倫を持って、その後、彼を殺しました。これの証拠は、あなたの妹sekabara示されている言葉が、そこに彼女の岩の家ダウンではありませんでしたされています。」私は彼の夢で目が覚めた、と彼は彼の兄弟の残りを語りました。そして、彼らはそれが真でなければならない、私たちは同じ夢を見ている」と言いました。 " 次の日は、彼らがkhurala tukichui親族、墓をうそはなかった、とその妹は家に帰るために、彼は地上サララ子供に彼の妹の体を見ました。彼らは嘘つき」、行くbarasisakeました!あなたはこれらの事をしたのでしょうか。」Dhareteneは強制的に王に彼を連れて行きました。barasisaraに来たが、今回はささやいセムナーンとして来ていないサタンは、彼は人間の形です。彼はあなたが私が誰kijano、barasisa」、言いましたか?私はそんなに困ってること、それは私です、悪魔です。Seekajanaと私は、あなたが今、この危険から私たちを提供することができること。私はこれらすべてのことが起こる午前
翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: