যারা "দি জাপানিজ wife" সিনেমা দেখে চোখের জল ফেলেছেন বা আবেগে আপ্লুত হয়েছেন, তাদের জন্য জাপানি নারীদের হৃদয়ের নিষ্ঠুরতার একটা উদাহরণ দেই ।
একটি জাপানি যুগল দীর্ঘ দিন প্রেম করার পর সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে । বাস্তবে দেখা গেল বিয়ে করার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই । তখন মেয়েটি প্রশ্ন করল ,"বিয়ের খরচ জোগাতে পারছ না , বিয়ের পরের খরচ , সন্তানদের লেখাপড়ার খরচ জোগাবে কিভাবে ?"
তারা সিদ্ধান্ত নেয় বিয়ে ভেঙে দেবে ।
যার কাছ থেকে এই গল্পটা শোনা তাকে জিজ্ঞাসা করলাম , তার পর কি হল ?
কি আর হবে ? ভালবাসার এইখানেই সমাপ্তি ।
অপর্ণা সেন এই সিনেমা বানিয়ে আবেগপ্রবণ বাঙ্গালিকে ভালই বোকা বানিয়েছেন ।