আমার আদর্শের সাথে একমত হতে হবে এমন আমি কখনও বলি না। আমি আমার আদর্শে অটল থাকবো। অন্যকেও আমি যথাযথ সম্মান দিতে কার্পণ্য করবো না যদি সে তার আদর্শে অটল থাকে।
কিন্তু সমস্যা শুরু হবে তখনই যখন সামনের মানুষটি আমাকে তার আদর্শে চলতে বাধ্য করতে চাইবে। আমি নিজের মতো থাকতে চাই, অন্যকেও থাকতে দিই।
বুঝে পাই না, যদি আমার কোনও কিছু কারো খারাপ লাগে, তাহলে সে কেন আমাকে পেছনে ফেলে এগিয়ে যায় না?
আমি আমার মতো। আমাকে এভাবেই গ্রহণ করো নয়তো চলে যাও । এতো দূরে যাও যাতে আমাকে প্রতিদিন নিজের টাইমলাইনে দেখতে না হয়।
আমি এখন পর্যন্ত এ সপ্তাহে দুজনকে বন্ধু তালিকা থেকে বিদায় দিয়েছি। কারণ তাদের পোস্ট আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
এই সমাজে চলতে গেলে সব ধরনের মানুষের সাথেই দেখা হবে... কারো সাথে কম , কারো সাথে বেশী । নিজের নিয়মে তুমি সবাইকে চালাতে পারবে না। এটা আশা করাও উচিত না।