আমার এক বন্ধু আছে জাহাজ বানায়। খুব বড় জাহাজ না, ছোট ছোট। আসলে সরাসরি সে বানায় না, বানাইতে দেখে আরকি। ফ্যাক্টরিটা তার বাসার একদম মুখোমুখি। সেদিন একটা জাহাজ এনে সে আমার ছেলেকে দিলো। ছেলেটা মাঝে মাঝে সেই জাহাজে চড়ে তার খালার বাসায় যায়, আবার আসে। সত্যি সত্যি খালার বাসা না, ওটা মিথ্যামিথ্যি। আসলে খালার বাসাটা পাতানো আর জাহাজটা ঢেউ টিনে বানানো।
কি ভাবতেছেন? প্রথম লাইনেই তো বলে দিলে পারতাম যে- ছেলেটা খেলনার জাহাজ নিয়া খেলা করে আর খেলনাটা আমার বন্ধু দিয়েছে... ইজ ইট?
নো.. নো.. নো.. সারা বছর পত্রিকা পড়ে পড়ে কিছু ধোকা রাইটিং তো আমিও শিখে পেলেচি ড্যুড