তোর কপালে রক্ত ! ফেটেছে !! নাকি কেটেছে?!
রক্ত নাগো রক্ত না, ওটা সিঁদুর, আমার আজ বিয়ে হয়েছে।
বলিস কিরে হতচ্ছাড়ী?? জলন্ত আগুন! তোর যে পুড়েছে কপাল!!
রক্ত ও ঢের ভালো ছিল, সিঁদুর সেতো ভয়াবহ দাবানল!!!
আগুনে পুড়লে তবুও অবশিষ্ট থাকে ছাই,
সিঁদুরে পুড়লে অবশিষ্ট থাকেনা, অনন্ত শুন্য...
দেখছিস না! আমার কিছুই নাই।