গত ৭ মে সীমান্ত চুক্তি হওয়ায় বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস করা হলেও কোনো কোনো এলাকার ু মানুষের জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা। জমি হারানোর ভয়ে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ চুক্তি অনুযায়ী উভয় দেশকেই অপদখলীয় জমি ছেড়ে দিতে হবে। ভারতের যে জমি বাংলাদেশের দখলে রয়েছে তা ছেড়ে দিতে হবে। আবার বাংলাদেশের যে জমি ভারতের দখলে রয়েছে তা ছেড়ে দিতে হবে। এমনই কিছু দখলীয় জমি রয়েছে জেলার বড়লেখা ও জুড়ীতে। দখলীয় এ জমি যারা ভোগদখল করছেন তারা এখন চরম উৎকণ্ঠায়। কারণ চুক্তি বাস্তবায়ন হলে জমি চলে যাবে ভারতে দখলে। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf