কথা দেওয়া বড়োই কঠিন, কথা রাখা তার চেয়ে বেশি
প্রতিবাদী দলছুট মেঘ যদি হয় কারো প্রতিবেশী
খুঁজে পাওয়া জীবনের মানে মুছে গেলে এক লহমায়
একান্তে লুকোনো ভালোবাসা নিমেষেই হাত ছেড়ে যায়
বদলায় স্বপ্নের রং, আরো বেড়ে যায় প্রত্যয়
ভয় হয় মনে প্রতিদিন, যদি কোনোদিন দেখা হয়
পাশবিক শব্দের ভীড়, কেড়ে নিলে চেনা শৈশব
বাকি থাকে একা একা বাঁচা আর একলার বৈভব
চাই না যা ঠিক পাই আর, পাই না যা তাই চাই বলে
পেয়ে সব হারানোর ভয় ক্রমশই আরো বেড়ে চলে
খুঁজি, খুঁজে চলি প্রতিদিন, সীমাহীন আশ্রয় আর
ক্ষমা করে দেওয়া যায় তাকে, নেই আজ যাকে দরকার।