একটা গোলাপ ফুলকে হয়তো সকলেই পছন্দ করে, কিন্তু খুব কম মানুষই সেই গোলাপ গাছটির সবুজ পাতাগুলোকে আলাদাভাবে পছন্দ করে। অথচ সেই সবুজ পাতাগুলোর জন্যই গোলাপ ফুলটিকে এতটা সুন্দর দেখায়। কল্পনা করুন একটি গোলাপ গাছ, যেটাতে একটিও পাতা নেই, কন্টকের মাঝে শুধু কিছু গোলাপ ফুল। এটিকে কি আগের মতোই সুন্দর লাগবে?
সারমর্ম- শুধু সুন্দর বলেই কাউকে ভালোবাসবেন না, তাকেই ভালোবাসুন, যে আপনার জীবনটাকে সুন্দর করবে।