ভারতের লোকসভায় বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বিল অনুমোদনের পর মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল সীমান্তে বসবাসরত প্রায় সাড়ে ৩ হাজার ও জুড়ী উপজেলার লাঠিটিলা-ডোমাবাড়ি সীমান্তের শতাধিক পরিবারের লোকজন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, সেখানে দু’দেশের সীমানা নতুন করে চিহ্নিত করা হবে। ফলে দু’উপজেলার সীমান্ত এলাকার ভেতরে ৩টি স্থানের প্রায় ৫০০ একর জায়গা বাংলাদেশ নাকি ভারতের অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে সীমান্তের বাসিন্দারা রয়েছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf