***ভালো***
মো: আজিজুর রহমান
বিদ্যালয়ের সহপাঠি এক অনেক বছর পরে
দেখে তারে গেলাম কাছে ডেকে নাম ধরে
পথের পাশে ডেকে চলে কুশল বিনিময়
কর্মজীবন শেষে আবার নতুন পরিচয়
প্রশ্ন করি "কেমন আছ? "জবাব দেয় ভালো
বন্ধু তখন জানতে চায় " তোমার কথা বলো?"
কথার শেষে দুজন ফিরি আপন আপন ঘরে
নিজের কাজে জীবন আবার ব্যস্ত হয়ে পড়ে
ক'দিন পরে খবর পেয়ে দেখতে গেলাম তারে
গিয়ে দেখি বন্ধু আমার গেছেন পরপারে
ভালো থাকার এই পরিনাম বুঝিনিতো আগে
বিষদ জেনে বাড়ি ফিরে প্রশ্ন মনে জাগে
অসুখ পুষে দেহের মাঝে মুখে বলে ভালো
জীবন নিজের বিপন্ন তাও অন্যেরে দেয় আলো।