মনে করুন আপনি রাজন... এক দল লোক আপনাকে বেধে মিথ্যা অপবাদে মেরে ফেললো, ফেসবুকে কয়েকদিন আলোচনা-সমালোচনা হলো, পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে কয়েক মাস পর সব নরমাল হয়ে যাবার পর ছেড়ে দিলো ...। এরপর?
এরপর এরকম ঘটনা যে আর ঘটবে না এর কোন গ্যরান্টি আছে? নাই। এমনটাই চলতে থাকবে যতদিন না পর্যন্ত দেশের আইন ঠিক হয়...কবে ঠিক হবে তা আর তা আদায়ের কি উপায় তা নিয়া আর কি ভাববো, একটা ভিডিও দেখা এতো খারাপ লাগলো তো ভাবেন এইরকম কত নির্যাতন এই সময়ে হচ্ছে যা আমরা কেও জানি না?...। যা পারি তা হইলো ফেসবুকে বড় বড় কথা বলে একটু মহৎ হওয়ার চেষ্টা করি আর কয়েকদিন পর ভুলে যাই smile絵文字 কি আর করবো...