আমি তাকেই চাই,
যে আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেবে।
সাজিয়ে নেবে তাঁর মতো করে।
আমি তাকেই চাই,
যে আমার জীবনে আসবে সুখী হওয়ার আশায় নয়,
দুঃখ জয় করার অনুপ্রেরণা জোগাতে।
আমি তাকেই চাই,
যে আমায় দেখাবে সুন্দর জীবন গড়ার স্বপ্ন,
অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে স্বপ্নের বাস্তবায়নে।
আমি তাকেই চাই,
যে ছেড়ে যাবে না আমায়, জীবনে মোর দুঃখের ঝড় এলে,
যে থাকবে পাশে সুখে- দুঃখে। :(: