ভাগ্যমতি মা :
আজ বাসায় মেহমান আসছিল। অনেক গল্পের
মাঝে মশগুল ছিলাম। ওরা মার অনেক রকম ভাগ্য নিয়ে কথা বলছিল। বিশেষ করে যখন বললো - মা ঢাকা শহরে ২৮ বছরের মতো ছেলেদের বাসায় ছিলেন। এমন সৌভাগ্য সব মার
কপালে হয় না। কথা গুলো যখন শুনছিলাম - ক্যান যেন একটা অদ্ভুত আনন্দ অনুভব করছিলাম। যদিও বা ওদেরকে কিছু বলতে পারিনি - তবে ওদের কথা গুলো এখনও বার বার মনে
হচ্ছে।