ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল সীমান্তের ১৩৭০ নং প্রধান খুঁটির ১নং উপখুঁটি থেকে ১৩৭৪নং প্রধান খুঁটির ১নং উপখুঁটি পর্যন্ত প্রায় ৩৬০ একর জায়গা বাংলাদেশের ভেতরে রয়েছে। এর বিপরীতে ভারতের আসামের করিমগঞ্জ জেলার অবস্থান। এই ৩৬০ একরের মধ্যে শতবর্ষী পাল্লাথল চা বাগান ও পানপুঞ্জিতে আদিবাসী খাসিয়া ও গারো সম্প্রদায়ের লোকজনের বসবাস রয়েছে। ভারতীয় সীমান্তের ১৩৭০-১৩৭৪ নং মেইন পিলার পর্যন্ত ৩৬০ একর জমির মধ্যে মাত্র ৬৯ একর জমি বাংলাদেশকে ছেড়ে দিলে বাকি ভূমি ভারতের দখলে চলে যাবে। আর শেষ পর্যন্ত ভারত এ ভূমির দখল পেলে দীর্ঘদিন ধরে এ ভূমিতে থাকা সাড়ে তিনশ’ খাসিয়া সম্প্রদায়ের ভিটেমাটি ও পানের বরজ ছেড়ে পথে বসতে হবে। খাসিয়া আদিবাসীসহ এখানে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের বসবাস। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf