এই ছবিগুলো সম্ভবত পুরো মানবজাতির জন্য লজ্জা হয়ে রইলো। এই নিপীড়িত, প্রতারিত, হতভাগ্য মানুষগুলোর পাশে কেউ নেই কেন? ওরা রোহিঙ্গা? ওদের দেশ নেই? ওদের অর্থ নেই? ওরা মুসলিম?
ধর্মব্যবসায়ী, আস্তিক-নাস্তিক, জাতীয়তাবাদী, মানবতাবাদী; কেউ নেই কেন? স্বার্থ নেই? অর্থ নেই? রাজনীতি নেই?
তবে কি বিবেক নেই?
ছি!!! এরপরও আমরা মানুষ? লজ্জা! লজ্জা!!