আমাকে ভালোবাসো?
হ্যা বাসি !
আমাকে চোখে দেখনি
আমি বাসনা বিলাসী
এটা প্রেম না, আবেগ
ভালবাসা তো আবেগই
কিন্তু না দেখে প্রেম?
কে বলেছে দেখিনি?
তোমার সামনে কখনো আসিনি
রোজই আসো
কল্পনায়?
অবচেতন মনে
তবুও! দেখনি আমাকে
দেখেছি!
দেখি!
দেখছি!
চোখ বন্ধ করলে যে দৃষ্টি খুলে,
তা দিয়ে দেখি!
তুমি জানো আমার পছন্দের রঙ সাদা
ও নীল!
আমার ক্যানভাসে এ দুটি রং-ই আছে
একটি স্বপ্নের অন্যটা বেদনার।