সবাই কেমন জানি স্বাভাবিকতার কাছ থেকে দূরে সরে যাচ্ছি! স্ট্যাটাস দিয়েছিলাম, "প্রায় ২৬ বছর পর ঘনিস্ট এক বন্ধুর ফোন নম্বর পেয়ে যথারীতি ফোন দিলাম। সে রিসিভ করতেই নিজের পরিচয় দিলাম। মনে হল চিনতে পারে নি। বলল, সে এখন ব্যাস্ত। পরে আমাকে ফোন করে কথা বলবে। ওর আচরণে খুব কষ্ট পেলাম। অপেক্ষায় থাকতে হল কয়েক বৎসর। একদিন তার সাথে বিয়ের এক অনুষ্ঠানে দেখা। আমি এড়িয়ে যাচ্ছি দেখে পথ আগলিয়ে জড়িয়ে ধরল (হাগ)। ওর উচ্ছলতায় সব ভুলে গেলাম। আবার সে হারিয়ে গেছে। জানা হয়নি তার না চেনা অথবা অতি উচ্ছলতার কারণ। আমি যে ওর চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি!!"
আমার এই স্ট্যাটাসের উত্তরে সকল বন্ধুসহ নানা জনে নানা মত দিয়েছেন। আসলে কি ঘটেছিল তা কেউ ঘাটতে চায় নি। বলিত ঘটনার বন্ধুটি মেডিকেল কলেজের এক সহপাঠী হিসেবে বান্ধবী। দারুন মিশুক স্বভাবের ছিল সে। মাতিয়ে রাখত সর্বত্র। ২৬ বৎসর পর যখন আমি তাকে ফোন করেছিলাম তখন তার স্বামী (সম্ভবত সন্দেহপ্রবন) কাছে থাকায় সে আমাকে না চেনার ভান করেছিল। পরে যখন এক অনুষ্ঠানে দেখা হল তখন সে ছিল বন্ধু-বান্ধবী বেষ্টিত এবং স্বরূপে। আমি তাকে কোন দোষ দেই নি তার সেদিনের আচরণের তবে সে যেন সুখী থাকে সে জন্য যোগাযোগ না রাখার সিদ্ধান্তকে চ্যাপ্টার ক্লোজ হিসেবে প্রকাশ করেছি।