বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কুষ্টিয়াই শ্রেষ্ঠ জেলা
কুষ্টিয়া জেলা ব্রেকিং
নিউজ ডেস্ক রির্পোট ॥
কুষ্টিয়াই শ্রেষ্ঠ জেলা
জাতিসংঘের তত্বাবধানে দেশীয়
একটি বেসরকারি প্রতিষ্ঠানের
গবেষণা ও পরিসংখ্যানে জানা
গেছে, বাংলাদেশের ৬৪ জেলার
মধ্যে , কুষ্টিয়া জেলা, সব
বিবেচনায় সবার উপরে ।
কুষ্টিয়ার আবহাওয়া অত্যন্ত সুন্দর ।
এখানে যেমন কনকনে শীত অনুভুত হয়
না , আবার তীব্র গরমও পড়ে না ।
এখানকার ভুমি উর্বরা সমতল এবং
বন্যা , খরা , জলোচ্ছ্বাস এখানে
নেই ।
মানুষের জীবনযাত্রার মান
তুলনামুলক উন্নত , শিক্ষিতের হার
ভালো ,
এখানকার ভাষা সবচেয়ে সুন্দর এবং
কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী
বলা হয় ।
কুষ্টিয়ার মানুষের অর্থনৈতিক
অবস্থা ভালো এবং দেশের মধ্যে ,
এখানকার মানুষ সবচেয়ে সুখী ।
আর সব বিবেচনায় দেশের মধ্যে ,
কুষ্টিয়াই শ্রেষ্ঠ জেলা।