কপ টোয়েন্টিওয়ানে ফ্রান্সের খসড়া চুক্তি উত্থাপন
প্যারিসে চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে ফ্রান্স বৈশ্বিক উষ্ণায়নের উপর একটি নতুন আন্তর্জাতিক চুক্তির খসড়া উপস্থাপন করেছে। তবে এই খসড়ার ব্যাপারে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এখনো ব্যাপক মতভেদ রয়েছে।
COP21 নামের এই সম্মেলনের সভাপতি দেশ ফ্রান্স গতকাল বুধবার মন্ত্রীপর্যায়ের এক বৈঠকে ২৯ পৃষ্ঠার এই খসড়া উপস্থাপন করে।
২০২০ সালের পর কিয়োটো প্রটোকলকে প্রতিস্থাপনের জন্য একটি নতুন কাঠামো প্রণয়নের ব্যাপারে সম্মতিতে পৌঁছানোর জন্য প্রতিনিধিরা আলাপ চালিয়ে যাচ্ছেন।
ফ্রান্সের প্রস্তাবিত খসড়া চুক্তিটি চূড়ান্ত সংস্করণের কাছাকাছি হলেও, এতে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর ভিন্ন ভিন্ন মত তুলে ধরে বেশ কিছু বিকল্প উন্মুক্ত রাখা হয়েছে।