প্রথমত, কোন দম্পতি সন্তান নেবে কি নেবে না, সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে "বেগানে শাদি মে আবদুল্লাহ দিওয়ানা" হওয়া যদিও বাঙালি কালচার, কিন্তু এটা আসলে খুবই অসুস্থ একটা কালচার। আপনি যেই-ই হোন না কেন, কোন দম্পতির শোবার ঘরের এই বিষয়টি নিয়ে কথা বলা অরুচিকর একটা বিষয়।