উজান স্রোতের মাঝি
অপ্সর বায়েন
****************
স্রোতের বিপরীতে ভেলা বাইতে বাইতে ক্লান্ত আমি।
তবুও হাল ছাড়িনি।
কারন স্রোত যে পারে গিয়ে থামবে, আমার গন্তব্য তা নয়।
কেন মিছে মিছি স্রোতের সাথে তাল মিলিয়ে পথ চলবো?
কেন স্রোতের সাথে গা এলিয়ে এমন কোথাও পৌছুব যে জায়গার সাথে কোন সম্পৃক্ততা নেই আমার?
আমার গন্তব্য কোথায়?
জানা নেই, তবু ভেলা বাইছি
স্রোতের সাথে তাল মিলিয়ে তো চলে সবাই
আমি নাহয় স্রোতের বিপরীতেই একজন