কাহিনি বানান
কাহিনি বানান কি ? কাহিনী না-কি কাহিনি?
ছোটবেলা থেকে আমরা "কাহিনী" লিখে আসছি। কিন্তু বই প্রকাশক "ঐতিহ্য প্রকাশনী" প্রফেশনাল প্রুফ রিডার দিয়ে চেক করালেন। বললেন ওনারা বাংলা একাডেমীর আধুনিক অভিধান ফলো করেন। ওখানে "কাহিনি" লিখছে।
আমতা আমতা ভাবটা কাটলো না।
সবজান্তা গুগোল চাচ্চুকে জিজ্ঞেস করলাম-
"কাহিনি" এবং "কাহিনী" দুটাই পেলাম।
অভিধান ঘাটা শুরু করলাম। বলছে "কাহিনি"। কিন্তু রেফারেন্সে "কাহিনী" ও আছে।
কাহিনি
কাহিনি, (অসং.) কাহিনী [ kāhini, ṅkāhinī ] বি. বৃত্তান্ত, গল্প, উপাখ্যান।
[হি. কহানী < সং. কথন]।
বানানের নিয়ম কানুন ঘাঁটলাম-
শব্দের ী (ঈ-কার) তৎসম হলে বজায় থাকবে, কিন্তু শব্দটির তদ্ভব রূপের ক্ষেত্রে ি (ই-কার) লিখতে হবে। যেমন: তৎসমতে পক্ষী, কিন্তু তদ্ভবতে পাখি। এছাড়াও যেমন: হস্তী --> হাতি, বাটী --> বাড়ি, ইত্যাদি।
তার মানে কি? সংস্কৃত "কথন" এর তদ্ভব রূপ "কাহিনি"?
আপনি কি বাংলা তে দক্ষ? আসল কাহিনি কি ?