২০১১ সালের প্রটোকল অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলোর কোনো বাসিন্দাকেই নিজ বসতবাড়ি ও জীবিকা ছেড়ে অন্যত্র যেতে হবে না। গত সেপ্টেম্বরের শুরুতে দুই দেশের ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের ব্যাপারে প্রটোকল সই হয়। তবে কবে বিনিময় হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাল্লাথল ও লাঠিটিলায় থাকা ভূমির ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf