লেখা গুলো সংগ্রহীত :
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষক হাসনাত করিমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসবে আসল ঘটনার মুল রহস্য,জঙ্গীদের হাতে জিম্মি থাকা ২০ জিম্মিকে জঙ্গীরা হত্যা করল অথচ হাসনাত করিমের পরিবার এবং তিনি অক্ষত।
আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন,যে জঙ্গী গুলো গুলশানে হামলা চালিয়েছে তারা কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং হাসনাত করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্দেহ শুধু এখানে থেমে তাকে না।ছবিতে দেখা যাচ্ছে তিনি জঙ্গীদের সাথে নির্ভয়ে ঘুরাফেরা করতেছে, ঘটনার পরের দিন সকালে ভাইরাল হওয়া ভিড়িওতে ও দেখা যায় তিনি জঙ্গীদের সাথে আলাপচারীতা অবস্থায় বেশ উৎফুল্লভাবে আছেন।
তাহলে আমরা কি ধরে নেব নর্থ সাউথের শিক্ষক হাসানাত করিমই কি গুলশানের আর্টিসান বেকারীর জঙ্গি হামলার নেতৃত্বদানকারী?
তাকে রেস্টুরেন্টের ছাদে ধূমপানরত অবস্থায় গিয়েছে সাথে ছিল দুই জঙ্গী।এই হাসনাত কি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি কারখানার পরিচালক?
জিম্মিদশা অবস্থায় সে ফোনে পুলিশকে গুলি ছুড়তে মানা করেছে। সেইই বলেছে যে পুলিশ গুলি ছুড়লে জঙ্গিরা জিম্মিদের মেরে ফেলবে। ঐ রেস্তোরায় ঐ সময়