দামাদামি শেষে গরুর মালিক ১ লক্ষ ৬০ হাজার টাকায় গরু দিতে রাজি হলেন। রত翻訳 - দামাদামি শেষে গরুর মালিক ১ লক্ষ ৬০ হাজার টাকায় গরু দিতে রাজি হলেন। রত日本語言う方法

দামাদামি শেষে গরুর মালিক ১ লক্ষ ৬০

দামাদামি শেষে গরুর মালিক ১ লক্ষ ৬০ হাজার টাকায় গরু দিতে রাজি হলেন। রতন সাহেব এবার খুব খুশি। ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন। এলাকার সবচে বড় কুরবানিটা উনিই দিচ্ছেন।

মনে মনে প্র্যাক্টিস করছেন বারবার, লোকে দাম জিজ্ঞেস করলে কোন স্টাইলে বলবে। হাসিটা কেমন করে দিলে গরুর দামের সাথে মিলবে। এসব ভাবতে ভাবতে গরু নিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলেন।

বাড়িতে ফোন করে বউকে বলে দিলেন, - ‌'হ্যালো শুনছো? গরু কেনা শেষ। সবাইকে বলে দিও, এবারে এলাকার সবচে বড় কুরবানিটা আমিই দিচ্ছি।' বউ আশপাশের বাসায় 'ভাবি-ভাবি' করে সেকি হুলুস্থুল কারবার। পরিবারের ছেলে মেয়েরা খবর পেয়ে বাড়ির গেইটে ভীড় করেছে। কখন গরু নিয়ে আসবে।

রতন সাহেব ইচ্ছে করেই গরুর সাথে পায়ে হেঁটে যাচ্ছেন। আলাদা গেলে লোকে যদি আবার অন্য কাউকে মালিক ভেবে বসে! রাস্তায় কেউ দাম জিজ্ঞেস করলেও বলছেন। আবার না জিজ্ঞেস করলেও বলছেন। এতগুলো টাকা খরচ করে কুরবানি দেয়া হচ্ছে, লোকে যদি না-ই জানলো। তবে আর লাভ কী!

গরু নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় রাত হয়ে গেলো। ফলে আশপাশের তেমন কেউ গরু দেখতে এলো না। ভাবছেন এবারের গরুটা বাড়ির সামনে জবাই না দিয়ে স্কুলের মাঠে সবার সাথে দিবেন। এতে গরুর দাম জানতে চাইবে অনেকে। চোখেও পড়বে ব্যপারটা।

রতন সাহেবের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন। কখন সকাল হবে, প্রতিবেশীরা ভীড় করবে রতন সাহেবের গরু দেখার জন্য। সবাই গুনগুন করে বলবে, রতন সাহেবের গরুটাই এই এলাকার সবচে দামি।

হঠাৎ শুনলেন, দরজায় ঠক ঠক শব্দ। অবাক হলেন না রতন সাহেব। গরুর দাম শুনে এই মধ্যরাতে কেউ আসতেই পারে। দরজাটা খুললেই তো বলবে, '- আহা রতন সাহেব, কি একখান গরু কিনলেন ভাই, কাঁপায়া দিলেন তো' মুচকি হাসতে হাসতে দরজা খুললেন রতন সাহেব।

খুলেই অবাক হয়ে গেলেন। কারণ, অপরিচিত একটা গ্রাম্য মানুষ এসেছে। চোখে-মুখে ঘাম, পায়ে জুতা নেই। একটু পর পর চোখ মুছছে লোকটা। গায়ে ময়লা কাপড়। সাথে ১১/১২ বছরে ছোট একটা ছেলে।

রতন সাহেব খুব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন,
- কে আপনি?
- স্যার আমি আফনের গ্যারেজে রাখা গরুটার মালিক!
- মালিক মানে! আমি গতসন্ধ্যায় এত দাম দিয়ে কিনে নিয়ে এলাম, আর আপনি বলছেন 'গরুর মালিক!'
- না স্যার, আসলে আমি গরুটার মালিক আছিলাম, মানে গতসন্ধ্যায় আমিই গরুটা আফনের কাছে বিক্রি করছি।
- ও আচ্ছা, তো এত রাতে কেনো আসছো? ভুল করে টাকা কম দিয়েছিলাম? নাকি জাল নোট পড়েছে?

গ্রাম্যলোকটা চুপ করে আছে। চোখ থেকে পানি পড়ছে অনবরত। রতন সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন,
- আরে কী হয়েছে বলবা তো! কাপড়-চোপড় লাগবে? নাকি আরও টাকা চাও?
- না স্যার, আসলে গরুটারে একটু দেখতে আসছিলাম। আমার পোলাডায় সারা রাইত কিছু খায়নাই। বারবার গরুটারে দেখতে চাইতেছে। তাই এই রাইতে ৯ মাইল হাঁইট্যা আসছি স্যার।যদি কিছু মনে না করেন, আমারে একটু সুযোগ দিলে গরুটারে একটু দেইখ্যা যাইতাম।

রতন সাহেব নিস্তব্ধ হয়ে গেলেন। গ্যারেজ খুলে দিলেন। গ্রাম্য লোকটা ভেতরে ঢুকেই গরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ছোট ছেলেটাও কাঁদছে আর লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ‌'বাজান, ওই স্যাররে ট্যাকা ফেরত দিয়া দেও, আমি গরু নিয়া যামু! বাজান! ও বাজান! আমি গরু নিয়া যামু'

গ্রাম্যলোকটা তার ছেলেকে কোনো উত্তর দিতে পারছে না। শুধু কেঁদেই যাচ্ছে। রতন সাহেব দূর থেকে চুপচাপ দেখে যাচ্ছেন সব।

বেশ কিছুক্ষণ পরে দুজন বেরিয়ে এলো। চোখ মুছতে মুছতে বললো,
- স্যার, আফনেরে কষ্ট দিলাম, মনে কিছু নিয়েন না।
- ও কি তোমার ছেলে?
- জী স্যার, একটা পোলাই। এইডারে পড়ালেখা করানোর জন্যই আদরের গরুটা বেইচ্যা দিলাম। গেলাম স্যার... দোয়া রাইখেন....
- একটু দাঁড়াও,

রতন সাহেব ঘর থেকে এক হাজার টাকার একটা নোট জোর করে ছোট ছেলেটার হাতে গুজে দিলেন। বললেন, ঈদের দিন এসে বাসায় খেয়ে যেয়ো। বিদায় দিয়ে রতন সাহেব ভেতরে ঢুকতে গেলেন। লোকটা আবার চিৎকার করতে করতে দৌঁড়ে এলো,
- স্যার স্যার, আরেকটা কথা স্যার,
- হ্যা, বলো,
- জবাইয়ের আগে গরুটারে একটু আস্তে ফালায়েন স্যার... অনেক আদরের গরু তো.....

এতটুকু বলেই লোকটা আবার কেঁদে উঠলো। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রতন সাহেবকে সালাম দিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো গ্রাম্যলোকটা।

রতন সাহেব অনেক দিন পরে অনুভব করলেন, নিজের চোখ দিয়ে টপটপ পানি পড়ছে। গেইটের গ্রিলে ভর করে নিশ্চুপ তাকিয়ে আছেন, সত্যিকারের কুরবানি দেয়া খালি পায়ের অচেনা মানুষটার দিকে.....

(সংগৃহীত)
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
肉牛バーゲンの終わりに1万ルピー6万がすることに同意しました。今とても幸せ氏ラタン。お金で購入した1万ルピー6万牛。彼女は最大のkurabanitaです。私は再び練習すると思うと、再び、人々は価格が無いスタイルでしょうお願いします。どのように牛肉の価格に一致する笑顔。。私は、牛が離れて歩き始め、家に帰ってきたと思う聞くhyalo -自宅の電話は、妻に言いましたか?最後の牛を購入。あなたは、私が今一番kurabanita午前、みんなに伝えることができます。」家の周りの妻は、私が思う-Iが痛いhulusthula契約」と思います。子供のニュースを聞いて混雑したゲートを持っていました。牛が入ってきたとき。氏ラタンは牛で歩くと脅しました。彼らは再び分離すると、他の誰かに所有者を待っています!路上で誰もが、価格を確認して下さい。彼らは再び尋ねました。そんなにお金をかけて、それが人を認識しない場合、犠牲に与えられています。しかし、彼は中です!牛が家に来て、それはほとんど深夜です。その結果、周りの誰もが、牛を見に来ません。私は学校でみんなの前で虐殺雌牛がするわけではないと思います。多くの人々は、牛肉の価格を知りたいです。イベントは見逃されます。ラタンは投げ、ベッドに回転されています。ときにその日の朝には、氏ラタンの隣人は牛を見に集まります。誰もが口ずさむ、と言うだろう、氏ラタンは、この分野で最も高価なをgarutai。突然ドアをタップタップの音を聞きました。氏ラタンは驚きませんでした。夜中に牛肉の価格が来るとき。あなたは牛の弟を買って何の映画、彼はkampaya "ミスターラタンは笑って、笑って、ドアを開けて言ったああ、ミスター・ラタン- 私は、ドアを開けて言う、「。アンロール驚きました。そのため、農村の人々の慣れていません。顔は、何の靴を汗ません。小さな男の目を席巻した後。上の汚れた服。。小さな息子と年1112年に氏ラタンは、怒っていたと尋ねた-あなたは誰?-卿は、私aphanera雌牛ガレージの所有者!-所有者を意味します!「牛の所有者を!」Gatasandhyayaはそんなに私が買ってしまった、とあなたが言う-いいえ、先生、実際に私はaphanera獣に売ってるgatasandhyayaを意味する、雌牛を実行して、だった。-さて、なぜあなたは夜にそんなにされていますか?誤って送信された少ないお金?それとも偽物ですか?gramyalokataは沈黙を守っています。水が絶え間なく目から落ちます。氏ラタンは、イライラになったと尋ねた-ちょっと説得する何が起こったのか!あなたの服を取りますか?それとも、より多くのお金をしたいですか?-いいえ、先生は、実際に私は少しgarutareを見に行っていました。私poladayaの一部は雷太をkhayanai。garutare繰り返し参照Caiteche。だから、9マイルhamitya syarayadiこのraiteは私に、garutare yaitama deikhyaを少し来て気にしない。氏ラタンがサイレントになりました。ガレージを開設。彼は村に入り、水抜きを泣き始めた牛のホールドを取りました。小さな男の子syarareのtyakaのリターンで、bajanaを言って、泣いて、彼を抱きしめ、私は牛の幽霊を知っていた、と述べました!プレイ!そしてプレイ!私は、牛の幽霊」を知っていた彼女の息子のいずれかを答えないgramyalokata。ただ泣き行きます。氏ラタンは沈黙することを遠くから見ました。彼らが出てきたしばらくして。彼は、彼の目を拭い、言った-サー、私はトラブルをaphanere、何も考えていない。-これはあなたの息子さんですか?-はい、Polay。Eidare beicyaは最愛の獣に指示を出しました。私は....祈り...、先生を心配- 、ちょっと待っ力で部屋からノートの氏ラタンの価値を、小さな男の子の手の推力を与えました。彼は、祝日と前記食べに家に帰ります。氏ラタンを入力する休暇に行ってきました。男は、走ってきたと叫ぶ-サー、別のサー、-はい、あなたが言う-と殺牛の前に少し遅いphalayenaのgarutare、サー...そんなに良さ..... 言う:彼は再び叫びました。しばらくして彼は立ち上がって、平和への道に向かって歩き始め、氏ラタンgramyalokata。氏ラタンは、多くの日後に、彼の目はtapatapa水、感じました。グリル、未知の人物の空の足に真の犠牲を.....見て黙ってゲート(収集)













































翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: