ড. জাকির নায়েকের সাথে বিরোধীতার প্রধান কারণঃ
ড. জাকির নায়েক যখন বললেন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া (দোয়া করা) যাবে না এবং আল্লাহর কাছে চাইতে হবে সরাসরি কোন মাধ্যম (উছিলা) ছাড়া। তখনই কবর পূজারী ও পীর পূজারীরা বলেছে, উনি হচ্ছেন ওয়াহাবী ও ব্রিটিশদের দালাল।
আবার যখন উনি বললেন, মানতে হবে কুরআন ও সহীহ হাদীসকে এবং প্রিয় নবী মুহাম্মাদ (সা) ছাড়া অন্য কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না তখনই উনার উপর খেপেছে ইমামদের অন্ধ অনুসারীরা।
দুর্ভাগ্যক্রমে উপমহাদেশের অধিকাংশ মুসলিমরা এ দু'দলেরই অন্তর্ভুক্ত, তাই ড. জাকির নায়েককে নিয়ে তাদের এত বাড়াবাড়ি। কিন্তু সত্য সব সময় মিথ্যার উপর জয়ী।