যতই বলি যে টটেনহাম এবার অস্থির খেলতেসে। কেউ পাত্তা দেয় না আমার কথার। আজকের খেলা দেখে সবার টনক নড়বে বলে মনে হয়। পুরা ৯৭ মিনিটে খেলার ফলাফল ৫-৩।
একদল তরুন ডেডিকেটেড খেলোয়ার তৈরি করছে। উল্লেখ করা লাগে, ক্যানের কথা। তাদের একাডেমীর খেলোয়ার। বয়স মাত্র ২১। যদিও জাতীয় দলে এখনো ডাক পড়ে নাই, তবে সেই দিন আর বেশি দূরে নাই মনে হয়।
কিন্তু, দুঃখের ব্যাপার হল মরডিচ আর বেল এর মতো চড়া দামে বিক্রির সম্ভাবনা যথেষ্ট বেশি। খেয়াল করলে দেখা যাবে, মরডিচ আর বেল রিয়ালে আসার আগে টানা কয়েকটা সিজন খেলসে টটেনহামে। তবে তাদের মতো ক্যান ও যদি রিয়ালে চলে আসে তাতে আমার আপত্তি নাই। বরং খুশি হব।