চা বাগানের নিবিড় আলো-ছায়ায় বেড়ে উঠা এলোমেলো বৃক্ষগুলোর ফাঁক বেয়ে যে বাঁকা চাঁদটি উঁকি মেরে মুচকি একটা হাঁসি দিয়েছিল, খুব সম্ভব সে তোমাকে মনে করেই.....বন্ধু!!!
জীবনানন্দের মতোন নির্বাক হয়ে তাকিয়ে থাকিনি...তোমার কথা ভেবে ফ্যাল ফ্যাল করে হেসে দিয়েছি...!!