প্রভাত কিরণে অলস নয়নে দেখি আপন গৃহেতেলাপোকার দল করছে সভা চরম পরম মোহেল翻訳 - প্রভাত কিরণে অলস নয়নে দেখি আপন গৃহেতেলাপোকার দল করছে সভা চরম পরম মোহেল日本語言う方法

প্রভাত কিরণে অলস নয়নে দেখি আপন গৃহে

প্রভাত কিরণে অলস নয়নে দেখি আপন গৃহে

তেলাপোকার দল করছে সভা চরম পরম মোহে

লুটোপুটি খেয়ে থালাতে পরে চুমো খাচ্ছে মগে

পাতিলে পাতিলে পরশ ভুলিয়ে সাঁতার কাটছে জগে


কাপ পিরিচে নৃত্য শেষে চেয়ার টেবিলে খেলে

আলমিরাতে বসত গড়ে কাপড়চোপড়ে দোলে

জুতার মাঝে বিশ্রাম নিয়ে দেয়ালে দেয়ালে হাঁটে

লেপতোশকে কর্ম সেরে নিদ্রায় গেল খাটে।



ভাবছি আমি হলো কি একি? এ যে দেখি তাদের ঘর।

বুঝলাম আমি, অবহেলা আর অযতনে হলো আপন গৃহ পর।

কি দোষ তাদের? পায় যদি তারা এমন সুখের খোঁজ।

আমারই বা দোষ কোথায় বলো? হয় যদি কেউ নিখোঁজ!

যাকে দেখে হবো আমি উৎসাহী আর উদ্যমী

যার দেখায় হবো আমি চঞ্চল আর পরিশ্রমী

সে ই যদি পালিয়ে বেড়ায় দেখা হবার আগে

কেমন করে এই মনেতে কর্ম স্পৃহা জাগে?



সেসব দেখে, এসব ভেবে প্রশ্ন জাগে মনে

তবে কি আমি পরবাসী হবো আপন গৃহকোণে?

স্বপ্ন হারিয়ে পরাজিত হয়ে রইবো স্বপ্নহীনে?

স্বপ্নহীনে প্রাণহীন দেহে বাঁচিবো আশাহীনে?



আশার প্রদীপ জ্বালিয়ে সহসা আশা জাগাই মনে

আশাহীনে আর জীবন নহে ছুটবো স্বপ্নপানে

স্বপ্নকে আমি করবো তাড়া, করে শাসন আমায়

না হয় আমি শাসিত হবো নতুন স্বপ্নের তাড়ায়।


0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
Kirane怠惰朝、彼の家に今夜を参照してください極端な絶対モーホーチームミーティングを販売する食品フタメイジ食べた後lutoputiキスpatileのpatileを哲学者キングjage泳いでいる椅子演奏、カップpiriceテーブルダンスをalamirate kaparacopareのドールが停止壁との間の壁の残りの部分と靴歩くポーランドlepatosakeアクションを眠りにベッドと行きました。私は同じことをしている場合だろうか?私は彼らの家で。ていることがわかり、私は彼の家を無視し、ayatane後に気づいた。彼らを責めるのですか?でも、彼らは幸せを見つける。場合、鉱山や障害がどこにあるか教えて?誰かが欠落している場合は!私は威勢を見ることに興味がある人、私は、アジャイル働いて、どの見えるならば、彼は、Eの前に脱出しようとして見られたこれはmaneteを形成する精神は?どのようにそれは、心の中でこれらの質問を考えて見ることが、私は彼のミドルparabasi午前何?夢は?sbapnahine raibo敗北失わ死んボディasahineのbamciboをsbapnahine?希望燃える怒りjagaiの希望キャンドルはそうほとんど長寿命asahineのchutaboのsbapnapaneを、私は夢を追いかけるか、私のためではないルールは、私は新しい夢のキャストが投与される必要がある。























































翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: