ঘুঙঘাটকে আরসে দিলবারেকা!!!
ঘটনা-১
মনে করুন, রাঙামাটি থেকে একটা ফোন এল, অনুরোধ- একটি অতি প্রয়োজনীয় বই সংগ্রহ করে দিতে হবে। নীলক্ষেত ঘুরে বাংলাবাজার !! বেশি না, বইয়ের দাম ৩৪০ টাকা। আমার বিকাশ এ্যাকাউন্টে টাকা জমা পড়লো ৫০০। হে ঢাকাবাসী, বলুন লাভ না ক্ষতি???? অথচ যার কাছ থেকে অনুরোধ সে কী ভাবছে জানেন??????? ১৫০ টাকা না হয় ছোট ভাইটারে পকেট খরচ দিলাম আর কী pacman emoticon pacman emoticon pacman emoticon pacman emoticon
ঘটনা-২
মনে করুন, কোন আত্মীয় অথবা পরিচিত কোন প্রবাসী বছরান্তে দেশে ফিরলেন, রিসিভ করতে গেলাম এয়ারপোর্টে। ৭ টায় ফ্লাইট পৌছবে। তাই হল থেকে তড়িঘড়ি করে টিএসসি থেকে সিএনজিতে ৩০০ টাকায় উত্তরা। যাই হোক সৌজন্যতা বিনিময়ের পর খুব কাছের জন হিসেবে বকশিস পেলাম ১০০০ টাকা। কিছুক্ষ গল্প-টল্প করে, তাঁকে ঠিকমতো গন্তব্যে পৌঁছে দিয়ে পুনরায় ২৫০/৩০০ টাকায় সিএনজিতে ফিরলাম হলে। সেই লেভেলের জ্যাম ছাপিয়ে যখন ক্যাম্পাসে ফিরি তখন দুপুর ২/২.৩০ টা। হলের ক্যান্টিনে খাবার শেষ!! নীলক্ষেত অথবা চানখারপুল যেয়ে পেটপুজো করতে হলো। ওরে কত বকশিস পেলুম রে pacman emoticon pacman emoticon pacman emoticon pacman emoticon
ঘটনা-৩
মনে করুন, কোন এক মুমুর্ষু রোগীর জন্য রক্ত লাগবে। জরুরী তলবে হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে এক ছোটভাইকে পাঠিয়ে দিলাম কোন এক প্রাইভেট হসপিটালে। রক্ত দিয়ে ফিরে এসে ছোটভাই আবার বলল, দাদা কিছু খাওয়ান- !! বললাম, কেন সেখানে কিছু খাওয়াইনি??? - খাওয়াইতে চেয়েছিলো, কিন্তু না করে দিয়েছি!!! কী আর করা- দিলাম আরো ২০০ টাকা ধরিয়ে!!! সব্বে সত্তা সুখীতা হোন্তু!!!!! মানবতার জয় হোক grin emoticon grin emoticon
ঘটনা-৪
মনে করুন, কোন এক পরিচিতজনের বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীকে পৌছে দিতে হবে পরীক্ষার হলে................................................
থাক আর এগোলাম না!! সারাটা মাস জুড়ে এত্ত এত্ত বকশিস এর উপর থাকি যে, বাপের কাছ থেকে এখন টাকা চাইতে লজ্জা লাগে pacman emoticon pacman emoticon pacman emoticon আর শুভাকাঙ্খীরাও কেমন কেমন যেন..................!!! বাই দ্যা ওয়ে সবগুলোই কিন্তু মনে করুন দিয়ে শুরু.....সুতরাং মনে করতে পারলে করেন, নইলে ঘুঙঘাটকে আরসে দিলবারেকা!!