ভেই,
বন্ধুতালিকার অনেকেই দেখি, রান্নাবন্নায় বিশাল ওস্তাদ, না চাইলেও কিয়ৎক্ষণ পরপর নিত্যনতুন ডিশ চলে আসে
তোমার-আমার মতোন আজন্ম ক্ষুধার্তের উদরপূর্তি তবু টিকমতোন হয় না কেনরে??? শেষমেশ পেটপুজোর জন্য তুই নাকি ইদানিং ঢাকার বিশাল বিশাল সব নদী সাঁতরিয়ে কোথায় কোথায় জানি যাস...যাই হোক...আমার জন্য একটা মুভি করার কথা ছিলো...উদ্যানে শু্টিং তো দূরের কথা ঢুকতেইতো কত প্যাচাল পারবে...পারলি না আর...শেষ আশাটুকুনও খতম!! তাই কালকে এক্কান রঙ চায়ের অফার করছি....মাগার,
"আমার বন্ধু Dulal" শিরোনামে বিশাল বাজেেটের একটা হলিউডি মুভি চাই !!!!