সত্যি এটা উদ্বেগের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এতো দূর থেকে জঙ্গিরা যদি মেধাবী এসব লোকদের প্রলুব্ধ করতে পারে, তবে জঙ্গি বিরোধী প্রচারণা চালিয়ে অামরা কেন মানুষকে সচেতন করতে পারি না? মাথায় যদি অপরাধের পরিকল্পনা থাকে, থাকে জেহাদী চিন্তা। তাহলে পুলিশ তাদের ধরলেই কি সব সমাধান হবে? পুলিশ ধরলেও অাইনের ফাকের অজুহাত হোক কিংবা কারো দায়িত্বশীলতার অভাবে হোক, তারা কিছুদিন পর বের হয়ে যায়। তাই লাভ হয় যেই লাউ, সেই কদু। উন্নত দেশগুলোতে, যে ব্যক্তি অাগুন দেয়, সেই ব্যক্তিকে ধরে ধংসস্তূপ পরিস্কার করানো হয়। যদি তার মনে অনুশোচনা জাগে, তবে সেটাই বড় শাস্তি। অার অামাদের দেশে ধরো, মারো খাও। অাসল জায়গায় তেল মেরে নিজের খুটি ঠিক রাখো। দেশ গোল্লায় যাক- নীতিতে অাগাচ্ছে সব।