শ্রেষ্ঠত্বের "ইউটোপিয়া"
শ্রেষ্ঠত্বের ধারণাটিই আজকের এই সাংঘর্ষিক অন্ধকারের শেকড়ের কারণ। প্রচলিত প্রতিটি ধর্মের উপাসনালয়ে একাধিক আলোচনা সভায় অংশ গ্রহণের সুযোগ হয়েছে। মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, সেনাগগ-সহ নানা প্রার্থনালয়ের নৈতিকতা আলোচনা শুনতে গিয়ে আমার নিজের ধর্ম ইসলামের মুখ্য আলোচককে শ্রেষ্ঠত্ব দাবী করতে শুনেছি। মনে হয়েছে সংকট এই জায়গায়। তুলনামূলক ধর্ম ও নৈতিকতা আলোচনায় সমস্ত ধর্মগ্রন্থের মূল সুর; সত্য-সুন্দর-মঙ্গল; সামষ্টিক সাম্যভাবনা; আর সম্প্রীতিসূত্র। একই সৃষ্টিকর...