কে বোঝাবে ওদের, মানুষ খুন করা কখনো সওয়াবের কাজ হতে পারেনা। নির্মম খুনে বড় জান্নাত নয় বরং এর শাস্তিও আখিরাতে নির্মম হবে। প্রতিহিংসাপরায়ণতা, ঘৃনা, ক্ষোভ শুধু পাপাচারই ডেকে আনে। কে বোঝাবে?
ঘরে ঘরে ভালো ছেলেদেরকে নিয়ে মা বাবারা দয়া করে শান্তিতে থাকবেন না, আপনার সন্তানদেরকে সময় দিন, বোঝান।
বাবা তোমরা খেলাধুলা কর, মানুষকে সাহায্য করো, এতিমদের পাশে দাড়াও, জনসেবা করো, খুন জখম এর বিপক্ষে লড়ো, শীতার্তদের গরম কাপড় দাও, ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা করো, অন্ধদের রাস্তা পার করো, বৃদ্ধ বাবা মায়ের যত্ন নাও, সওয়াব হবে। প্রকৃত ইসলামের পথে চলো, আল্লাহ নিশ্চয়ই আখিরাতে শান্তি লিখে রেখেছেন। মহান আল্লাহ তায়ালা সওয়াবের অনেক পথ করে রেখেছেন!
মানুষ খুন করে শর্টকাটে বেহেস্তে যাওয়ার কোন রাস্তা নেই রে বাবা। যারা তোমাদের হাতে অস্ত্র তুলে দিবে, মনে রেখো, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাদের কেবল ব্যবহার করবে। ইসলাম শান্তির ধর্ম, খুনোখুনি এর অংশ হতে পারে না, কিছুতেই না।
বুদ্ধি খাটাও, মানুষ হও।