সবাইকে ঈদ মোবারক
হাই,বন্ধুরা সবাই ভালো আছেন ?
আমি এখন জাপানে টোকিওতে আছি ।প্রতিদিন সারাদিন কোম্পানিরতে কাজ করছি।
অনেক দিন তোমাদের সাতে কথা হয়নি যোগাযোগও করিনি সেটা মাফ করবা ।
এই প্রায় এক বছর মধ্যে আমার জন্য বিভিন্ন বিষয় ছিলো।
যেমন আমার আব্বা আর চাচা অসুস্থ,আমার দাদী আর নানা আকাশে চলেগিয়েছে সেজন্য আমার শোক। আমার ভাইবোন নেই আম্মাকে সাহায্য করতেই হবে অনেক কাজ। আমার গ্রামের বাড়ি অনেক দূরবর্তী তাই বারবার যেতে একটু কষ্ট ছুটি বেশি নেই কারণে।
কিন্ত ভালো বিষয়ও আছে দেখো। আমি টোকিওতে পহেলাবৈশাখ মেলা গিয়েছি অনেকজন বাঙ্গালীর সাতে দেখা হয়ছে কথা হয়ছে । এবং G7 সামিটের জন্য তোমাদের দেশ থেকে VVIP এসে দেখা হয়ছে । আর টোকিওতে তরকারীর হোটেল খুজে পেয়েছি বাঙ্গালীর খাবার খেতে খুব আনন্দিত৷
আমি জাপানে চলেএসে প্রতিদিন ব্য স্ত করে থাকি,তবে সবসময় আমার মনে তোমরা আছে ৷
জানেন যে আমি বাংরাদেশ ভালবাসি ৷
গত সপ্তাহ আমি নতুন পাসপোর্ট বানিয়েছি আবার বাংলাদেশ আসব মনে করে৷ আমার পরিকল্পনা হলো সেপ্টেম্বরের মাসে বেড়াতে আসব৷ তবে সেটা এবার হবেনা, মনেহয় এবছর হবেনা, দুঃখিত.....
কিন্ত আমার বাংলাদেশ যাওয়ার ইচ্ছা হারিয়ে যাবেনা তাই নিশ্চয়ই চেষ্টা করব।
জাপানে কবর বলেছে একজন বাঙ্গালী নিহত যা বিদেশী জন্য পলান করেনি৷প্রার্থনা করব ওনার আত্মার জন্য ৷ সত্য মুসলিম যারা সত্য বিচারপতি জানে ৷
আসসালামু আলাইকুম