১০, মানুষ মাত্রই তাঁর জীবনের প্রায়োরিটি ভিন্ন। কেউ সন্তান জন্ম দানে জীবন সার্থক মনে করেন, কেউ পি এইচ ডি শেষ করার মাঝে, কেউ এভারেস্টে উঠতে পেরে, কেউ পৃথিবী ঘুরে, কেউ আবার নিত্যনতুন যৌন সঙ্গী পেয়ে। জীবন আমার, আমি কীভাবে সেই জীবন জাপন করতে চাই সেটা দয়া করে আমার ওপরেই ছেড়ে দিন। আপনার নিজের ইচ্ছা অনিচ্ছার দায় আমার ওপরে না চাপানোই ভালো। কারণ যে কাজে আমি আমার জীবন সার্থক মনে করবো, সেটা করার যোগ্যতা আপনার কখনো নাও হতে পারে! যেটায় আপনার জীবন সার্থক, সেটা আদৌ আমার কাছে কোন গুরুত্ব নাও পেতে পারে।