কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা ?" ......এই সু বিখ্যাত গান টি একসময় বন্ধু দের সাথে অনেক শুনেছি এবং আনন্দ পেয়েছি । আসলে গানটি বেদনার, এখানে আনন্দের কিছু নেই। তখন নিঃসঙ্গ ছিলাম না, তাই তখন আনন্দ পেয়েছি ভেবে মনে হয়, মানুষ বোকার মত কত কাজ করে !!
আজ প্রবাস জীবনের চরম নিঃসঙ্গতায় অনুভব করি কবি জীবনানন্দ দাস কে যিনি নিঃসঙ্গতা কে অবলম্বন করে কত কবিতা লিখেছেন !!!
কবি ফররুখ আহমেদ নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার তিন দিন পর মানুষ তাঁকে মৃত অবস্থায় আবিষ্কার করে।
নিঃসঙ্গ অবস্থায় সব চেয়ে বেশি মনে পড়ে শৈশব জীবনকে, মনে পড়ে মৃত্যুকে, মৃত্যুর পর শুরু হবে সীমাহীন নিঃসঙ্গতা ।