তারপর
জানি আমি
হয়তো পুরোনো হয়েছি
যেমন পুরোনো হয়
বইয়ের পাতার ভাঁজে
রক্তগোলাপ
অসংখ্য স্মৃতি নিয়ে
পুরোনো হয়
চশমার ফ্রেম, ঘোলা কাঁচ,
একদিন কত দৃশ্য দেখেছে পরিষ্কার
ভুলে যায় চশমার মালিক
আমাকেও ভুলে যাবে
এ আর এমন কি?
প্রিয়তমা
অবহেলা, বিস্মরন,
প্রতারক স্মৃতি
চিরকাল
কবির নিয়তি
তবু তাকে একবার যদি পারো
ভালোবেসে দেখো
দেখবে যেখানে হৃদয় তার
সেইখানে
যেখানে বিন্দু প্রেম জমা হয়
সেইখানে
তুমি অাছো,
আর কেউ নয়।
তুমি তার
অমোঘ নিয়তি
আর
বিষাদি প্রণয়