Call-এর গান-এ আরতী মুখার্জী
প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টা ৪৫ মিনিটে
বাংলা প্লে-ব্যাকের কিংবদন্তী কন্ঠশিল্পী আরতি মুখার্জী। মাত্র ১৪ বছর বয়সে অল ইন্ডিয়া সংগীত প্রতিভা প্রোগ্রামে গান গেয়ে আলোচিত হয়ে ওঠেন। তরুণী বয়স থেকেই শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নেন, পরবর্তীতে বাংলা-হিন্দিসহ বিভিন্ন ভাষায় প্লে-ব্যাক করে তুমুল জনপ্রিয়তা পান।
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান কল-এর গান। ঈদের বিশেষ কল-এর গানে আসছেন আরতী মুখার্জী। তানিয়া হোসেন-এর উপস্থাপনায় এবং আলমগীর হোসেন-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টা ৪৫ মিনিটে। এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।