আমার জাপান আসার প্রস্তুতিপর্বের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের জাপান এম্বাসির ডাঃ কুনিও সাইকি আমাকে একদিন বলেন, ঢাকা বিমান বন্দরের সাথে জাপানের এয়ারপোর্ট এর টয়লেট তুলনা করলেই তুমি পার্থক্য দেখতে পাবে। বাংলাদেশের সাথে জাপানের তুলনা করার চেষ্টা আমি করি নি। এবার দেশে যেতে এবং ফিরতে আমাকে পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চিনের তিনটি এয়ারপোর্ট এ থামতে হয়েছে এবং চীনের সাথে জাপানের ব্যাবধান দেখে আশ্চর্য হতে হয়েছে।
আমার সাথে ছিলেন জাপান প্রবাসী ডাঃ মেহেদি মাসুদ যিনি দীর্ঘদিন ধরে জাপানে ব...