ওরা আইএস (ইসলামিক স্টেট) প্রতিষ্ঠার জন্য সদস্য সংগ্রহ করছে। এজন্য ফেসবুক ও ই-মেইলে যোগাযোগ করে যাচ্ছে। উচ্চ শিক্ষিত, আর্থিকভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আইটি এক্সপার্ট ও উগ্রপন্থীর ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এমন মানুষের সঙ্গে তারা যোগাযোগ করছে। এ পর্যন্ত আইএসে যুদ্ধে যাওয়ার জন্য ২০ জন ইতোমধ্যে রাজি হয়েছেন। তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার আইএসের সদস্য সংগ্রহকারী দুই ব্যক্তি আমিনুল ইসলাম বেগ ও সাকিব-বিন-কামালকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: শাহজাহান বলেন, আমিনুল ইসলাম বেগ ও তার সহযোগী সাকিব জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
গত রবিবার রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের একটি বাসা থেকে আমিনুল ইসলাম বেগ ও মোহাম্মদপুরের জাকির হোসেন রোড এলাকা থেকে সাকিব-বিন-কামালকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চার্জার, ডায়েরি ও তিনটি দামি মোবাইল সেটসহ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাদের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে।
ডিবির একজন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে তারা আইএসের কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ আছে এমন ২০ জনের নাম জানিয়েছে। এদের মধ্যে জাপানে অবস্থানকারী সাইফুল্লাহ নামে একজন বাংলাদেশি রয়েছেন, যিনি সেখানে উচ্চ শিক্ষায় গবেষণা করছেন। সাইফুল্লাহ ইতোমধ্যে আইএসে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।
ডিবির ঐ কর্মকর্তা আরো জানান, আমিনুল ও শাকিবের সঙ্গে ফেসবুকে অন্তত ৫শ’ জনের সঙ্গে যোগাযোগ হয়। এদের বেশিরভাগই বুয়েট, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থী। ঐসব প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তিতে দক্ষতা সম্পন্ন শিক্ষক ও শিক্ষার্থী তাদের প্রধান টার্গেট। এর পাশাপাশি তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি, হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।
ডিবির একটি সূত্র জানায়, আইএসে যোগ দিতে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ১১ জন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদের মধ্যে পাকিস্তানে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়। তারা হলেন সাখাওয়াতুল কবিরের ভায়রা শামীম আহম্মেদ ও বাতেনের ভগ্নিপতি মুহম্মদ সায়েম। গত ২৯ জানুয়ারি ডিবি খিলক্ষেত ও যাত্রাবাড়ি এলাকা থেকে সাখাওয়াতুল কবির, আনোয়ার হোসেন ওরফে বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলামকে গ্রেফতার করে। এদের মধ্যে সাখাওয়াতুল কবির বাংলাদেশে আইএসের প্রধান সমন্বয়ক। বাকি তিনজন তার সহকারী। সাখাওয়াতুল কবিরের সঙ্গে আমিনুল ইসলাম বেগ ও সাকিব-বিন-কামালের যোগাযোগ ছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, যারা আইএসে যুক্ত হচ্ছেন তারা প্রত্যেকেই সচ্ছল পরিবার থেকে আসা। আধুনিক শিক্ষায় শিক্ষিত। এদের সমন্বয়ক আমিনুল মূলত অনলাইনে আইএসের সঙ্গে যোগাযোগ করে।