ওরা আইএস (ইসলামিক স্টেট) প্রতিষ্ঠার জন্য সদস্য সংগ্রহ করছে। এজন্য ফেসব翻訳 - ওরা আইএস (ইসলামিক স্টেট) প্রতিষ্ঠার জন্য সদস্য সংগ্রহ করছে। এজন্য ফেসব日本語言う方法

ওরা আইএস (ইসলামিক স্টেট) প্রতিষ্ঠার

ওরা আইএস (ইসলামিক স্টেট) প্রতিষ্ঠার জন্য সদস্য সংগ্রহ করছে। এজন্য ফেসবুক ও ই-মেইলে যোগাযোগ করে যাচ্ছে। উচ্চ শিক্ষিত, আর্থিকভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আইটি এক্সপার্ট ও উগ্রপন্থীর ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এমন মানুষের সঙ্গে তারা যোগাযোগ করছে। এ পর্যন্ত আইএসে যুদ্ধে যাওয়ার জন্য ২০ জন ইতোমধ্যে রাজি হয়েছেন। তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার আইএসের সদস্য সংগ্রহকারী দুই ব্যক্তি আমিনুল ইসলাম বেগ ও সাকিব-বিন-কামালকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন।



ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: শাহজাহান বলেন, আমিনুল ইসলাম বেগ ও তার সহযোগী সাকিব জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।



গত রবিবার রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের একটি বাসা থেকে আমিনুল ইসলাম বেগ ও মোহাম্মদপুরের জাকির হোসেন রোড এলাকা থেকে সাকিব-বিন-কামালকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চার্জার, ডায়েরি ও তিনটি দামি মোবাইল সেটসহ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাদের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে।



ডিবির একজন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে তারা আইএসের কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ আছে এমন ২০ জনের নাম জানিয়েছে। এদের মধ্যে জাপানে অবস্থানকারী সাইফুল্লাহ নামে একজন বাংলাদেশি রয়েছেন, যিনি সেখানে উচ্চ শিক্ষায় গবেষণা করছেন। সাইফুল্লাহ ইতোমধ্যে আইএসে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।



ডিবির ঐ কর্মকর্তা আরো জানান, আমিনুল ও শাকিবের সঙ্গে ফেসবুকে অন্তত ৫শ’ জনের সঙ্গে যোগাযোগ হয়। এদের বেশিরভাগই বুয়েট, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থী। ঐসব প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তিতে দক্ষতা সম্পন্ন শিক্ষক ও শিক্ষার্থী তাদের প্রধান টার্গেট। এর পাশাপাশি তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি, হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।



ডিবির একটি সূত্র জানায়, আইএসে যোগ দিতে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ১১ জন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদের মধ্যে পাকিস্তানে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়। তারা হলেন সাখাওয়াতুল কবিরের ভায়রা শামীম আহম্মেদ ও বাতেনের ভগ্নিপতি মুহম্মদ সায়েম। গত ২৯ জানুয়ারি ডিবি খিলক্ষেত ও যাত্রাবাড়ি এলাকা থেকে সাখাওয়াতুল কবির, আনোয়ার হোসেন ওরফে বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলামকে গ্রেফতার করে। এদের মধ্যে সাখাওয়াতুল কবির বাংলাদেশে আইএসের প্রধান সমন্বয়ক। বাকি তিনজন তার সহকারী। সাখাওয়াতুল কবিরের সঙ্গে আমিনুল ইসলাম বেগ ও সাকিব-বিন-কামালের যোগাযোগ ছিল।



ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, যারা আইএসে যুক্ত হচ্ছেন তারা প্রত্যেকেই সচ্ছল পরিবার থেকে আসা। আধুনিক শিক্ষায় শিক্ষিত। এদের সমন্বয়ক আমিনুল মূলত অনলাইনে আইএসের সঙ্গে যোগাযোগ করে।
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
メンバーの確立のための彼らは、ISIS(イスラム国)。これは、Facebookや電子メールです。高学歴、財政的に確立されたビジネス、ITの専門家や、彼らが通信していると考えている人たちの過激な宗教的価値観。aiese 0は、すでに戦争に行くことに合意しました。彼らは戦争に行くために準備されています。ダッカ警視庁のISISのメンバーは2人を逮捕し、氏はイスラムベグ募金Shakibビン·カマルは、このような情報に疑問を呈した。DB追加の副長官(ADC)Shahjahanは言った、氏イスラムベグと彼の仲間Shakib尋問多くの情報と述べた。イスラムベグとMohammadopurザキールホセインRoad地区Shakibビン-DB警察に家からUttaraセクター-11道路14で先週の日曜日の夜はカマルを逮捕しました。ラップトップ、充電器、日記や3高価な携帯setasahaいくつかのジハードの本の時も回収しました。木曜日は、その3日間の差し戻しを終了しました。DBは、彼らが名前を持っていたISIS 0尋問の活動と連絡を取った公式を述べました。中でもSaifullahという男は、高等教育の研究を行っている日本、中に配置しました。Saifullahはすでに戦争に行くための準備として取らaiese。DBは、少なくとも50億人と氏とShakeeb Facebookはと接触して、公式であると述べました。それらのほとんどは、大学、工学ラジシャヒ大学、大学教員と工学のチッタゴン大学の学生や民間企業です。しかし、教師と学生に組織の情報技術スキルは、その主なターゲットを完了しました。同様に禁止された過激派衣装JMBとして、HizbのUT-Tahrirのは、チームメンバーと衣装のベンガルと通信しようとしている。DBソースはバングラデシュへの参加をaiese 11に中東に行ってきました。それらのうちの2つは、パキスタンの銃撃戦で殺されました。彼らはShamimカビールアハメドとbateneraのbhayaraムハンマドサイエムの妹の夫をsakhaoyatula。カビール、アンワルホサインバテン、Nazrulイスラムとイスラムsakhaoyatula January 9デシベルKhilkhetとJatrabari面積が逮捕されました。sakhaoyatula詩人のISISチーフコーディネーター。彼のアシスタントの残りの3つ。Sakhaoyatula速度と彼とイスラムShakibビン·ムスタファ·ケマルを接触させた。DB Monirulは、彼らは裕福な家族から来aieseを関連付けられている警察の合同委員会は、言いました。現代の教育。コーディネーター、氏は、ISISのオンラインと通信します。
























翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: