আগুন লেগেছিল শিরোহামা দানচির একটা বিল্ডিংয়ের তিনতলায়। এর পাঁচতলায় থাকেন সাইফুল ভাই। আলহামদুলিল্লাহ সাইফুল ভাবী ধোয়ার মধ্যে কোনরকমে বের হতে পেরেছে। ফায়ার সার্ভিসের পানির ধাক্কায় ১,২,৪তলা থাকার অনুপযোগী,আর তিন তলায় আগুনে এমনভাবে পুড়েছে যে, কিছু বুঝা যায়না- সব ছাই হয়ে গেছে । বিডিওটা তিনতলার। আগুনের উৎস- ধারনা করছে সবাই- ইলেক্ট্রিক/কেরোসিন হিটার। Shirohama Danchi