এই মেঘ-এই রোদ-এই বৃষ্টির সিলেটি আবহাওয়া নতুন
কিছু শুভসূচনার তাগিদ দিল বটে!!
হাতে দুইটি মাত্র দুই টাকার নোট; অর্থাৎ পকেটে মাত্র চার টাকা সম্বল নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওয়াবদলের তাগিদে!! ভালোই ভালোই সিলেট ঘুরে এলাম..জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার পরিবীক্ষণ পদ্ধতি (UPR- Universal Periodic Review on Human Rights)-র উপর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে বেশ কিছু নতুন বিষয়ের সাথে পরিচিত হলাম!! বোনাস হিসেবে বাড়তি পাওনা ছিলো খাদিমনগরের চা বাগান, সিলেটি সাতরঙা চা, বিছানাকান্দির ডুব, নতুন অনেকের সাথেই পরিচিতি আর সখ্য আর শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট পলিটেকনিকে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের সাথে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি-পাহাড়ী ছাত্র পরিষদের আগামী দিনের সম্ভাব্য পথচলা- জুম্ম ছাত্র-যুব সমাজের ভাবনা ও করণীয় বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত মত বিনিময়!! ঢাকায় আজ ফিরলাম বটে, কাল সকালে যদি আমায় রাঙ্গামাটি, পরের দিন বিলাইছড়ি-ফারুয়া হয়ে রেইংখ্যং পুকুরে আবিষ্কার করেন তবে তাতে আমার দ্বায় নেই আগেই কয়ে দিলাম...মামু!!